জামালপুরে ছাত্র-জনতা ও আইনজীবীদের পাল্টাপাল্টি মানববন্ধন

৩ দিন আগে
ধর্ষণ মামলার পক্ষে আইনি লড়াইকে কেন্দ্র করে জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে জামালপুর জজ কোর্ট আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান, আইনজীবী মো. আনিছুজ্জামান, নজরুল ইসলাম ও মঞ্জুর কাদের।

আইনজীবীরা বলেন, জেলা জজ আদালতে যে ঘটনাটি ঘটছে, আদালতের কার্যক্রম চলাবস্থায় এটা দুঃখজনক ঘটনা। জামালপুর বিচারঙ্গনে এমন ঘটনা এর আগে কখনোই ঘটে নাই। কিছু দুষ্কৃতকারী তারা লাঠিসোটা নিয়ে আদালতে ঢোকে। তারা বিভিন্ন আইনজীবীদের হুমকি দেয়। তারা আমাদের দুইজন আইনজীবীকে আহত করেছে। তাদের মধ্যে অ্যাডভোকেট খলিলুর রহমান ৮০ বছরের বৃদ্ধ মানুষ। আমরা এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।’

আরও পড়ুন: পটুয়াখালী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

অন্যদিকে সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণ মামলার বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যান তারা। এসময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইপক্ষের অন্তত ৮ জন আহত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন