জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

২ দিন আগে
জামালপুরে মোবাইল চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনিতে এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) জামালপুর সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল ফোন চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে স্থানীয়রা তাদের তিনজনকে ধাওয়া করেন। এতে সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: ডেমরায় গণপিটুনিতে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু


জামালপুর সদর উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকাবাসী চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করেন। এরপর একজনকে ধরে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল করলে তার হাঁটুর নিচে এবং হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন