মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জামালপুর রেলওয়ে পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়। ট্রেনটি দুরমুট স্টেশন অতিক্রম করার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামত কাজ করছে টেকনেশিয়ানরা।
আরও পড়ুন: মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু
এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি বলেও জানান তিনি।
খবর পেয়ে ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওয়ানা করেছে বলে জানিয়েছে জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।