জামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

২১ ঘন্টা আগে
জামালপুরের ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালত সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


সোমবার ভোরে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমান কমল ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী ও প্রভাবশালী নেতা এবং সাবেক ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলালের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে রয়েছে।


আরও পড়ুন: সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার


ওসি আরও বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিস্ফোরক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন