বুধবার (১৮ জুন) সকালে আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা আনিসুজ্জামানকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী, দুর্নীতিবাজ ও অযোগ্য’ আখ্যা দিয়ে দ্রুত অপসারণের দাবি জানান। একইসঙ্গে রবিবার থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
জিপি (গভর্নমেন্ট পিপি) অ্যাডভোকেট তৌহিদুর ইসলাম বাদশার সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, অ্যাডভোকেট মো. গোলাম নবী, অ্যাডভোকেট দিদারুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: জামালপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বক্তারা জানান, পিপি আনিসুজ্জামানের বিরুদ্ধে এপিপিসহ (সহকারী পাবলিক প্রসিকিউটর) একাধিক আইন কর্মকর্তা দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন। তা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।
জিপি তৌহিদুর ইসলাম বলেন, ‘সরকারি নথি সংরক্ষণের জন্য পিপি অফিসে আলমারি কেনার উদ্দেশ্যে বরাদ্দ পাওয়া ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনে গঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক এবং আনিসুজ্জামানকে সভাপতি করা হয়। কিন্তু পদাধিকার ও বয়সে জ্যেষ্ঠ হিসেবে আমাকে সভাপতি করার কথা ছিল। তিনি দুই দফায় টাকা উত্তোলন করে আমাকে ২০ হাজার টাকা দিতে চান আসবাব কেনার নামে, যা আমি প্রত্যাখ্যান করেছি।’
এ বিষয়ে পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
]]>