জামালপুরে অবৈধ ২ ইটভাটা বন্ধ করে ৩ লাখ টাকা জরিমানা

১ দিন আগে
জামালপুরের সরিষাবাড়িতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) উপজেলায় অবৈধ ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সরিষাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এবং পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ, কে, এম, ছামিউল আলম কুরসি। তাদের নেতৃত্বে সকালে ভাটারার ইউনিয়নের কাসারীপাড়া মেসাসর্স ভাই ভাই ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিস অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। পরে মালিককে ২ লাখ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

 

এরপর উপজেলার তারাকান্দির মেসার্স আবির ব্রিকস অভিযান চালানো হয়। মোবাইল কোর্টে মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়।

 

মোবাইল কোর্টে সহাযতা করেন সরিষাবাড়ি থানার পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
 

]]>
সম্পূর্ণ পড়ুন