রোববার (২ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তাহের বলেন, সরকার কম্প্রোমাইজের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এইটা কোন হালুয়া রুটির ভাগাভাগি নয়। ফ্যাসিবাদ পতনের পর গুণগত পরিবর্তনের প্রত্যাশা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন পরিবর্তন আসেনি। সরকার প্রধান হিসেবে ড. ইউনূস অনন্য গত এক বছরে তা তিনি প্রমাণ করেছেন।
আরও পড়ুন: জনগণকে বোকা বানাবেন না, তাহেরকে মির্জা ফখরুল
তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ গণভোটের নজির সারা দুনিয়ার কোথাও নেই। নোট অব ডিসেন্ট দলের একান্ত ব্যাপার। এর সঙ্গে ঐকমত্য কমিশনের সম্পর্ক নাই।
তাহের আরও বলেন, বিএনপি যতই উসকানি দিক জামায়াত বিএনপির সঙ্গে কোন ধরনের বিরোধিতায় লিপ্ত হতে চায় না।
খোলামেলা আলোচনা জন্য একসঙ্গে বসতে বিএনপির প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা।
এর আগে বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে বলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের যে বক্তব্য দিয়েছেন তার জবাবে শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত যত বাধা এসেছে সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।
আরও পড়ুন: নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা মানতে রাজি নই।’
পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় উল্লেখ করে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলিয়ে দেয়ার অবকাশ নেই। কারণ একাত্তর আমাদের অস্তিত্ব। অতীতকে স্মরণ করেন। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করেছিল। পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা করেছে তারা।’

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·