জামাতে নামাজ পড়ে সাইকেল ও নগদ অর্থ পেল ২৫ শিক্ষার্থী

১ সপ্তাহে আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর বাজারের বি. কে. জি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জামাতে নামাজ পড়া শিক্ষার্থীদের সাইকেল ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান।

শনিবার (১৮ অক্টোবর) অলাভজনক, অরাজনৈতিক, শিক্ষা ও অসহায় মানুষের সেবামূলক প্রতিষ্ঠান সাইজুদ্দিন এন্ড মিরজান ফাউন্ডেশনের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


অনুষ্ঠানে জানানো হয়, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা টানা ৪০ দিন ফজরের নামাজ বারাহিরচর বাজার জামে মসজিদে জামাতে আদায় করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সফলদের বাছাই করে পুরস্কৃত করা হয়।  


ফাউন্ডেশনের আয়োজিত এই প্রকল্পের সফল সমাপ্তি উপলক্ষে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। মোট ২৫ জন শিক্ষার্থী সাইকেল ও নগদ অর্থ পুরস্কার হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য ওলামায়ে কেরাম, ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  


পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, এমন উদ্যোগ তাদের নামাজের প্রতি আরও অনুপ্রাণিত করেছে। তারা বলেন, ফজরের নামাজ জামাতে আদায় করতে পেরে আমরা গর্বিত। সাইকেল ও নগদ অর্থ পুরস্কার পেয়ে আমরা আরও উৎসাহিত হয়েছি।  

অভিভাবক ও ওলামায়ে কেরামরা জানান, এ ধরনের উদ্যোগে তরুণ প্রজন্ম ধর্মীয় চর্চার দিকে ঝুঁকবে এবং মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্ম থেকে দূরে থাকবে।


আরও পড়ুন: সিজদায় নাক জমিনে না লাগলে নামাজ হবে?


সাইজুদ্দিন এন্ড মিরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুল রেজ্জাক বলেন, ‘এমন ভালো কাজে ৪০ দিন জড়িত থাকা শিক্ষার্থীদের সাইকেলসহ অন্যান্য পুরস্কার দিতে পেরে আমরা আনন্দিত।’


তিনি আরও বলেন, ‘সমাজের যুব সমাজকে মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায়, গরিব ও নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের নামাজে ফিরিয়ে আনতে, মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করছি। সাইকেল ও নগদ অর্থ পুরস্কারের মাধ্যমে আমরা তাদের জীবনের সঠিক পথে চলার প্রেরণা দিতে চাই।’


স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় চেতনার দিকে আরও বেশি আগ্রহী করে তুলবে।  

]]>
সম্পূর্ণ পড়ুন