জাবিতে অর্ধশত গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশত গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ভিসির হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সোমবার (৩০ জুন) পৌনে চারটার দিকে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন তারা। এ সময় তারা বিক্ষোভ সমাবেশ করেন।   


জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই সেগুনগাছ। এ ছাড়া কয়েকটি কাঁঠালগাছ রয়েছে।সোমবার এক্সকাভেটর দিয়ে গাছগুলো উপড়ে ফেলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কর্মীরা। আর এ কাজে নেতৃত্ব দিয়েছেন গণিত ছাত্র সংসদের ভিপি আবু রুম্মান।


এদিকে গাছ কাটার খবর পেয়ে সেখানে উপস্থিত হন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ, ছাত্র ফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। তারা গাছ কাটার প্রতিবাদ জানান। দুপুরে সেখানে উপস্থিত হন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক নাসির উদ্দীনসহ কয়েকজন শিক্ষক। এ সময় অনুমতি ছাড়াই গাছগুলো কাটা হয়েছে বলে জানান উপাচার্য এবং গাছ উপড়ে ফেলা বন্ধ করান তিনি।


আরও পড়ুন: অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না: হাইকোর্টের রায়


গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিকেলে শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে। এটি কয়েকটি সড়ক ঘুরে পরিবেশবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।


শিক্ষার্থীরা বলেন, অভ্যুত্থান পরবর্তী প্রশাসনকে মাস্টারপ্লান প্রণয়ন করে কাজ শুরু করতে দফায় দফায়, অসংখ্য চিঠি দেয়া হলেও পাত্তা দেয়া হয়নি। আওয়ামী প্রশাসনের সঙ্গে এই প্রশাসনের কোন পার্থক্য নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন