জানাজার নামাজে অতিরিক্ত তাকবিরে হাত উঠালে শুদ্ধ হবে?

২ সপ্তাহ আগে
মৃত্যুর পর মৃতব্যক্তির জন্য মানুষ যে নামাজ পরে তাকেই জানাজার নামাজ বলে। জানাজা নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। মৃতের জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার এবং অবশ্য পালনীয় ফরজ নির্দেশ। কোনো মুসলমান মারা গেলে তার জানাজা আদায় করা ফরজে কিফায়া।

অনেকে জানতে চান, জানাজার নামাজে অতিরিক্ত তাকবিরে হাত উঠালে শুদ্ধ হবে?

 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জানাজার নামাজে দাঁড়িয়ে ‍নিয়ত করে চারটি তাকবির বলা ওয়াজিব বা আবশ্যক। তাকবির পরবর্তী সানা, দরুদ ও দোয়া পড়া সুন্নাত। জানাজার নামাজে দাঁড়িয়ে প্রথম আল্লাহ আকবার বলে কান পর্যন্ত দুহাত উঠিয়ে অন্যান্য নামাজের মতো হাত বাঁধবেন। প্রথম তাকবিরের পর সানা পড়বেন। দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিম পড়বেন। তৃতীয় তাকবির দিয়ে হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করবেন।

 

জানাজার নামাজে শুধু প্রথম তাকবির বলার সময় হাত ওঠানো সুন্নত, বাকি তাকবিরগুলোতে হাত ওঠানো সুন্নতের পরিপন্থি কাজ। প্রথম তাকবিরের পর অন্যান্য নামাজের মতো নাভির ওপর হাত বেঁধে রাখাই সঠিক পদ্ধতি।

 

কেউ যদি ভুল করে প্রতি তাকবিরেই হাত ওঠায়, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত এ রকম করা যাবে না।

 

আরও পড়ুন: মালহামাতুল কুবরা কী?


জানাজার ফরজ

 

জানাজার নামাজের ফরজ ২টি। 

এক. চারটি তাকবির তথা আল্লাহু আকবার বলা। প্রতি তাকবির এক রাকাতের স্থলাভিষিক্ত। তবে এ নামাজে কোনো রুকু সেজদা নেই। 

দুই. জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। ওজর ছাড়া জানাজার নামাজ বসে পড়া জায়েজ নয়। আবার কোনো কিছুর উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।

 

আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা সুন্নত

 

জানাজার সুন্নত

 

এক. আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া। 

দুই. রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া। 

তিন. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। 

চার. জানাজার নামাজের জন্য ন্যূনতম তিন কাতার করা সুন্নত। বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।

]]>
সম্পূর্ণ পড়ুন