জানা গেল রোনালদো-বেকহ্যামদের জার্সি নিষেধাজ্ঞার কারণ

৩ সপ্তাহ আগে
একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনা। তবে তাদের নামে মুদ্রিত জার্সির চাহিদা আছে এখনও। কিন্তু হঠাৎ করেই ক্লাবটির সাবেক এই তিন তারকার নামে মুদ্রিত জার্সি উৎপাদন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ম্যান ইউনাইটেড।

চলতি মাসের শুরুতে ২০২৫-২৬ মৌসুমের জন্য অ্যাওয়ে জার্সি প্রকাশ ইউনাইটেড। জানা গেছে, সিমোন লয়েড নামে এক সমর্থক নতুন জার্সি সংগ্রহের জন্য ইউনাইটেডের মেগা স্টোরে গিয়েছিলেন। সেখানেই তার চোখে ধরা পড়ে ক্লাবটির সাবেক তিন তারকার নামে মুদ্রিত জার্সি নিষেধাজ্ঞার কারণ। 

 

সেখানে একটি নোটিশ চোখে পড়ে তার। সেই নোটিশে শার্ট প্রিন্টিং পলিসির চার নম্বর পয়েন্টে বলা হয়েছে, লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আমরা কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর জার্সি প্রিন্ট করতে পারছি না। 

 

আরও পড়ুন: চেলসি ছেড়ে আল নাসরে যোগ দিলেন জোয়াও ফেলিক্স

 

এমন নির্দেশনার ব্যাখ্যা দিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে জানিয়েছে, তিন আইকন কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর নিজস্ব ইমেজ রাইটস আছে। এর মানে ক্লাব তাদের নামে মুদ্রিত জার্সি মেগা স্টোরে রাখতে পারবে না। 

 

Took my son for his new shirt the other day. Had no idea the club weren’t allowed to print Cantona, Beckham or Ronaldo on shirts pic.twitter.com/URoMTgymQr

— Si Lloyd (@SmnLlyd5) July 24, 2025

 

ক্লাবটি আরও জানায়, কেবল এবারের মৌসুমের জার্সি মিলবে মেগা স্টোরে। এর বাইরে অতীতে ব্যবহৃত পুরোনো কোনো জার্সি সমর্থকরা পাবেন না। ক্লাবের এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতেছেন সমর্থকরা। 

 

আরও পড়ুন: সিরি আ’য় অভিষেকের অপেক্ষায় ‘ফ্যাসিবাদী’ এর জনক মুসোলিনির প্রপৌত্র

 

নব্বইয়ের দশকে প্রিমিয়ার লিগে জনপ্রিয় নাম ছিল কান্তোনা। ১৯৯২ সালে চতুর্থ লিগ শিরোপা জয়ী দলের অংশ ছিলেন কান্তোনা। ডেভিড বেকহ্যামের বেড়ে ওঠা ক্লাবটির যুব একাডেমিতে। মূল দলের হয়ে তিনি ৬টি লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ১৯৯৯ মৌসুমে ট্রেবলজয়ী দলেরও সদস্য ছিলেন বেকহ্যাম। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইউনাইটেডের হয়ে জিতেছেন ৩টি লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই ক্লাবে থাকাকালীন অবস্থায় ২০০৮ সালে তিনি জেতেন ব্যালন ডি’অর।

]]>
সম্পূর্ণ পড়ুন