জাদেজা, স্যামসন, কারেন- এই তিন ক্রিকেটারকে নিয়ে হচ্ছেটা কী আইপিএলে?

২ সপ্তাহ আগে
আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের নিয়মিত মুখ রবীন্দ্র জাদেজা। অন্যদিকে রাজস্থান রয়্যালসেও অনেক দিন ধরেই খেলছেন সাঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম কারেন আইপিএলের সবশেষ মৌসুমে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। তবে এদের নিয়ে চেন্নাই ও রাজস্থান রয়্যালসের মধ্যে চলছে বড়সড় এক ট্রেডের আলোচনা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, চেন্নাই সুপার কিংসের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনের বিনিময়ে স্যামসনকে পাচ্ছে তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জাদেজা যদি রাজস্থান রয়্যালসে যায়, তাহলে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। আর যদি জাদেজা রাজস্থানে গেলে স্যামসনকে পাবে চেন্নাই। 

 

ক্রিকবাজ জানিয়েছে, কোনো ট্রেড আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। ফলে এই অদলবদল কার্যকর হতে আরও দু-একদিন সময় লাগতে পারে।   

 

তবে এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংশ্লিষ্টতা বাধ্যতামূলক। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআইকে কোনো কিছু জানায়নি। বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, ‘বিষয়টি এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি।’ দুই দলেরই এক কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করেছেন। 

 

আরও পড়ুন: সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলো বিসিবি

 

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, ‘তিন খেলোয়াড়ের কাছ থেকেই সম্মতি নেওয়া হয়েছে এবং এক্সপ্রেশন অব ইন্টারেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে। তিনজনই স্বাক্ষর করেছেন, তবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।’ 

 

নিয়ম অনুযায়ী, যদি ট্রেডে বিদেশি খেলোয়াড় জড়িত থাকেন, তবে তার দেশের বোর্ড থেকে অনাপত্তিপত্র লাগবে। এখানে যেহেতু ইংল্যান্ডের স্যাম কারেন রয়েছেন, তাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে। 

 

কোনো দল ট্রেড শুরু করতে চাইলে প্রথমে বিসিসিআইয়ের কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ জমা দিতে হয়। এরপর বোর্ড সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করে। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে ৪৮ ঘণ্টা। চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের বেতন নিয়েও নতুন করে দর-কষাকষি করতে পারে। 

 

আরও পড়ুন: যে কারণে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টে লাঞ্চের আগেই হবে চা বিরতি

 

জাদেজা ও স্যামসন নিজেদের দলের হয়ে ১৮ কোটি রুপিতে রিটেইন ছিলেন। এবার চেন্নাই সুপার কিংস দুই খেলোয়াড় জাদেজা ও কারেনের বিনিময়ে রাজস্থানের স্যামসনকে নিচ্ছে।

 

রাজস্থান রয়্যালসের হয়ে ১১ মৌসুম ধরে খেলছেন সাঞ্জু স্যামসন। আর ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। 

 

২০১৯ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন স্যাম কারেন। এরপর ২০২০ ও ২০২১ সালে খেলেন চেন্নাইয়ের হয়ে। ২০২৩ ও ২০২৪ মৌসুমে আবার ফিরে যান পাঞ্জাবে। আইপিএলের সবশেষ আসরে তিনি খেলেন চেন্নাইয়ের হয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন