শনিবার (২১ জুন) ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) খেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও আয়োজনে ছিল বাংলাদেশ দাবা ফেডারেশন।
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলো- সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ার্শিয়া খুশবু, নীলাভা চৌধুরী ও অতিরিক্ত খেলোয়াড় সাফায়াত কিবরিয়া আজান। রানার্সআপ দলের খেলোয়াড়বৃন্দ হলো- মো. তাহসিনুল হক জোহেব, মুহতাদী তাজওয়ার নাশীদ, জোয়েনা মেহবিশ, রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার ও অতিরিক্ত খেলোয়াড় সিদরাতুল মুনতাহা।
আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ মেহেদী হাসান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের পরিচালক, অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
জাতীয় হাই স্কুল দলগত দাবা প্রতিযোগিতার জোনাল পর্ব হতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪০টি স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চ্যাম্পিয়ন দল আগামী আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।