সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনরা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (১০), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (০৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (১৩), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম (১৭), জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া (১৪), আরিয়ান (১২), তৌফিক (১৩), নূসরাত (১৩), তানভীর আহমেদ (১৩)। তাদের মধ্যে তানভীর আহমেদ মারা গেছে।
আরও পড়ুন: বিমান বিধ্বস্ত /অনেক মানুষের জীবনের ঝুঁকি রয়েছে: ডা. সায়েদুর রহমান
অন্যদিকে, ঢাকা মেডিকেলে যাওয়া চারজন হলো: রাইয়ান (১৪), জুনায়েদ (১১), জারিফ (১২) ও সবুজা বেগম (৪০)। এর মধ্যে জুনায়েদ মারা গেছে।
আহতরা বর্তমানে হাসপাতালগুলোর জরুরি বিভাগে চিকিৎসাধীন।