বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া প্রধান উপদেষ্টা ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এই ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ।
আরও পড়ুন: হাসিনার মতো ভোটের অধিকার কেড়ে নেয়ার পাঁয়তারা চলছে: রিজভী
এছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিংয়েরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
]]>