মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দিনাজপুর চেম্বার মিলনায়তনে জেলা যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি ও বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও গর্ব। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইতিহাস থেকে ইচ্ছেমতো ১৯৭১-কে মুছে ফেলা যাবে না।’
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘আগামী নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়, সে সুযোগ তৈরি করা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব।’
আরও পড়ুন: শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা
প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ‘স্বৈরাচার সরকারের দোসররা’ ঘাপটি মেরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এখনো ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করতে তৎপর। প্রশাসনে থাকা এসব ব্যক্তিরা যদি জনগণের পক্ষে না দাঁড়ায়, তবে কেউ তাদের রক্ষা করতে পারবে না।’
আওয়ামী লীগ সরকার দেশটিকে দলীয়করণ করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে কেউ বিজয় থেকে সরাতে পারবে না।’
সবশেষে তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগীয় যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল।
]]>