গত সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে গ্যাবন জাতীয় ফুটবল দলের স্থগিতাদেশ তুলে নেয়ার কথা জানান দেশটির নতুন ক্রীড়ামন্ত্রী পল উলরিক কেসানি।
তবে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি অবশ্য এতটুকুও কমছে না গ্যাবনের। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকারি বা বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ ফিফা কখনোই মেনে নেয় না। এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: রিয়াল ছাড়ার পর প্রথমবার মুখ খুললেন শাবি আলোনসো
মহাদেশীয় টুর্নামেন্টে এবার ‘এফ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় গ্যাবনের। শেষ ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।
কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে গ্যাবন তারকা স্ট্রাইকার অবামেয়াংয়ের প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, এমন ধারণা করেছিলেন অনেকে। কিন্তু অবামেয়াং ও মাঙ্গার কেউই ওই ম্যাচে খেলেননি। ঊরুর চোটের কারণে জাতীয় দল ছেড়ে ক্লাব মার্সেইয়ে ফিরে যান অবামেয়াং।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·