সম্প্রতি আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স ও ওপেনার ট্রাভিস হেডের কাছে বছরজুড়ে খেলার প্রস্তাব দিয়েছে। যার বিনিময়ে প্রত্যেকে পেতেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১২২ কোটি টাকা।
তবে শর্ত ছিল কঠিন-চুক্তি গ্রহণ করলে জাতীয় দলে আর খেলা যাবে না। অর্থাৎ, অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই যুক্ত থাকতে হতো তাদের। খবরটি প্রথম প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার দৈনিক 'দ্য এজ'।
প্রতিবেদনে বলা হয়, আইপিএলের একটি বড় ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিক নয় এমনভাবে এই প্রস্তাব পাঠায় কামিন্স ও হেডের কাছে। যদিও তাদের পক্ষ থেকে বা ফ্র্যাঞ্চাইজিটির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুই ক্রিকেটারই এমন প্রস্তাবে সাড়া দেননি।
আরও পড়ুন: রাজস্থানের কোচের পদে ফিরছেন কুমার সাঙ্গাকারা
কামিন্স ও হেড বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলে নিয়মিত এবং তারা দেশের হয়ে খেলা চালিয়ে যেতে আগ্রহী। ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের বেসরকারিকরণ নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
কামিন্স ও হেড দুজনই আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। ২০২৪ সালে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। গত বছর তাকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। অন্য দিকে, হেডকে ৬.৮ কোটি টাকায় কেনা হলেও গত বার তাকে ১৪ কোটি টাকায় ধরে রাখা হয়। ধারণা করা হচ্ছে, প্রস্তাবটি ওই দল থেকেই এসেছে।