জাতীয় ছাত্র কাউন্সিল ও জাতীয় সরকারের দাবি ছাত্র অধিকার পরিষদের

৪ সপ্তাহ আগে
ইট খোলার রাজনীতি বন্ধ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা দাবি জানান, অবিলম্বে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় সরকার গঠন করতে হবে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজু ভাস্কর্যে পাঁচ দফা দাবিতে সংগঠনটির বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা জানান তারা।


ছাত্রনেতারা বলেন, গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ এবং এর দোসরদের বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তী সরকার তার অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হয়েছে।


গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের জনসমক্ষে ফাঁসি দিয়ে বিচার নিশ্চিত করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ধানমন্ডি ৩২ এ আওয়ামী লীগ নাই, তারা তাদের কার্যালয়ে নাই, তারা আছে সচিবালয়, পুলিশে, বিচার বিভাগে ঘাপটি মেরে। শেখ হাসিনার বানানো স্ট্রাকচারে আওয়ামী লীগের দোসররা এখনো অবস্থান করছে। গ্রেফতার করে জামিনে মুক্ত করেই যদি দিতে হয় তাহলে গ্রেফতার কেন করছেন?’


তিনি আরও বলেন, ‘জালিমদের ক্ষমা করা হলে সেটি হবে মজলুমদের সঙ্গে অন্যায়। ক্ষোভের বন্দুক তাক করতে হবে সচিবালয়ের দিকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে, সচিবালয়ের অভিমুখে মার্চ করা হবে।’


আরও পড়ুন: ভারত উসকানি দিয়ে সংঘর্ষে জড়াতে চাচ্ছে: ছাত্র অধিকার পরিষদ


এ সময় নেতারা জানান, আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিত করতে না পারলে এমন ধানমন্ডি ৩২ প্রত্যেকটি জেলায় তারা তৈরি করবে। দুর্বল উপদেষ্টাদের দিয়ে দেশের সংস্কার করা সম্ভব নয় জানিয়ে তারা অনতিবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান।


ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘উপদেষ্টারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বক্তব্য দেয়া শুরু করেছেন। ফলে বর্তমানে জাতীয় ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই। জাতীয় সরকার গঠন করতে হবে।’


তিনি আরও বলেন, ‘উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদেই থাকতে হবে, তাদের রাজনীতিতে আসার কোনো সুযোগ নেই।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন