পুরুষ এককে সৈনিক আবু বকর সিদ্দিক ৫ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। নারী এককে বাজিমাত করেছেন সৈনিক সোনিয়া আক্তার।
মঙ্গলবার (৭ অক্টোবর) কুর্মিটোলা গলফ ক্লাবে বিকাল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান বীর প্রতীক।
আরও পড়ুন: ইনুজরিতে আক্রান্ত ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করলো স্পেন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গলফ ফেডারেশনের অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক।
শিরোপা জয়ের পর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার স্বপ্ন অনেক বড় গলফার হওয়া। এরপর আমি পেশাদার হব। তখন যেন বাংলাদেশের পতকা বহন করতে পারি, গলফার হিসেবে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
নারী এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘খুবই ভালো লাগছে। যেকোনো শিরোপা জয়ই অনেক আনন্দ দেয়। র্যাঙ্কিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় প্রাপ্তি।’
]]>