সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, কেন জুলাইয়ের এই বিপ্লব হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষা কী, সে আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য গড়ার যে একটি প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে।
তিনি বলেন, জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি, এ ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি।
আরও পড়ুন: ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে ভারত: রিজওয়ানা
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটি নিয়েও ইইউ প্রতিনিধিদের অবগত করা হয়েছে।
এর আগে দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।