জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই ওয়াকআউট প্রতিনিধিদের

৫ দিন আগে
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধাপরাধের আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

গাজায় চলমান গণহত্যার মধ্যে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিন বক্তব্য দিতে গিয়ে এ অপমানজনক পরিস্থিতির মুখে পড়েন ইসরাইলি নেতা।

 

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু আটঘাট বেঁধেই আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে যান। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘে দেয়া তার বক্তব্য যেন লাউড স্পিকারের মাধ্যমে গাজায় শোনানো হয়।

 

জাতিসংঘে ফ্রান্স, ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যার যুদ্ধ নিয়ে কয়েক ডজন বিশ্বনেতা ইসরাইলি নেতাদের তীব্র সমালোচনা করেছেন।

 

আরও পড়ুন: ইসরাইলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান আব্বাসের

 

এমন পরিস্থিতিতে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থদিন শুক্রবার সকালে প্রথম বক্তা হিসেবে হিসেবে পোডিয়ামে দাঁড়ান নেতানিয়াহু। কিন্তু তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বহু প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। 

 


সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াক আউট করেননি। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও। 

 

তাদের এ ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেয়। এর মধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও রয়েছেন। এর মধ্যদিয়ে ইসরাইলি নেতাদের প্রতি আরও একবার আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে বলে মনে করা হচ্ছে। 

 

আরও পড়ুন: ইসরাইলকে আমি পশ্চিম তীর সংযুক্ত করতে দেব না: ট্রাম্প

 

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা রাজনীতিক নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে এসেছেন। তার নেতৃত্বেই এখন গাজায় গণহত্যা চলছে। তার কট্টর ডানপন্থি সহযোগীরা এখন পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথাও বলছেন, যাতে স্বাধীন ফিলিস্তিনের কোনো সম্ভাবনা না থাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন