এই সাক্ষাতের সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস
ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবকে জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জবাবে গুতেরেস বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া বৈঠকে দুই নেতা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
]]>