বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, রাজনীতিবিদদের কাছেই দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে, কাজেই সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করছি।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।’
তিনি আরও বলেন, ‘এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে রহিঙ্গা সংকট নিরসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’
আরও পড়ুন: সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ-সংগ্রামের স্থায়ী শান্তি কল্পে বৈঠক অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও অংশ নেবেন বলে জানান।
বিদেশ সফরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার বিষয়ে তেহিদ হোসেন বলেন, ‘যে গাড়িতে আক্রমণ করা হয়েছে সেখানে মাহফুজ ছিল না। পশ্চিমা দেশে স্লোগান বা মিছিলে বাধা দেয়ার কেউ নেই। তবে কোনো অরাজকতা হবে না বলেই আমরা মনে করি।’