জাতির উদ্দেশে মোদির ২২ মিনিটের ভাষণ, কী বললেন?

৪ দিন আগে
পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেয়া না হলে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে কোনো আলোচনাই ভারত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে মোদি এ কথা বলেন।

এছাড়া পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা না হলে এই ইস্যুতে আলোচনা হবে না বলে সাফ জানান মোদি। 

 

২২ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসবাদ’কে সমর্থন করার জন্য পাক সেনাবাহিনী এবং সরকারের তীব্র সমালোচনা করেন এবং ইসলামাবাদকে সতর্ক করে বলেন, একদিন এটি (তোমাদের) নিশ্চিহ্ন করে দেবে। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, যেমনটি তার এবং অতীতে অন্যান্য ভারতীয় সরকার করেছে যে কাশ্মীর সমস্যাকে একক সমস্যা হিসেবে দেখা যাবে না।

 

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ভারত-পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প

 

মোদি জোর দিয়ে বলেন,

সন্ত্রাস এবং আলোচনা একসাথে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে হতে পারে না। রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। যদি আমরা কখনও পাকিস্তানের সাথে কথা বলি, তাহলে তা কেবল সন্ত্রাস এবং পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।

 

এদিকে, পাকিস্তান যুদ্ধবিরতির সাথে ‘শর্ত’ আরোপ করেছে, যার মধ্যে পহেলগাম পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে ভারতের স্থগিত করা সিন্ধু পানি চুক্তি পুনরায় সক্রিয়করণও রয়েছে। ভারত দৃঢ়ভাবে এই ধরনের জল্পনা খণ্ডন করেছে।


সূত্র এনডিটিভিকে জানিয়েছে, যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ। ভারত ৬৫ বছরের পুরনো পানিবণ্টন চুক্তিতে তার অবস্থান পরিবর্তন করবে না বলেও সূত্র নিশ্চিত করেছে।


তবে জম্মু ও কাশ্মীরের সাথে কোনো শর্ত যুক্ত ছিল না বলে জানানো হয়েছে। 

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কারণ জানালেন ট্রাম্প


ভারত বারবার পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ তুলেছে। জম্মু ও কাশ্মীরকে অবৈধভাবে দখল করার প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় মাটিতে ‘সন্ত্রাসী’ হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের অর্থায়ন এবং প্রশিক্ষণ দেয়ার অভিযোগ তুলেছে পাকিস্তানের বিরুদ্ধে।


পাকিস্তানও ঠিক একইভাবে বারবার, ভারতে হামলায় জড়িত সন্ত্রাসী অথবা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কোনো সংযোগ থাকার কথা অস্বীকার করেছে এবং জোর দিয়ে বলেছে যে তারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় না বা অর্থায়ন করে না।


২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের সংঘর্ষ চরম আকার ধারণ করে।

 

টানা চারদিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

 

আরও পড়ুন:যুদ্ধবিরতি / ৩২ বিমানবন্দর পুনরায় খুলে দিলো ভারত


এরপরই ভারত-পাকিস্তান শিগগিরই আলোচনা শুরু করবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সোমবার ফোনে কথাও হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন