এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ৯৪ জনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জের কাজীর হাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে ৯ জনকে নামধারী ও ৮৫ জনকে অজ্ঞাতনামা রয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কোস্টগার্ড উলানিয়া (মেহেন্দিগঞ্জ) ও হিজলা, উপজেলা মৎস্য দপ্তরের টিম হিজলা ও মেহেন্দিগঞ্জ নদীতে দুটি সরকারি স্পিডবোট নিয়ে নদীতে টহল দিচ্ছিল।
আরও পড়ুন: মেঘনা-তেঁতুলিয়া / নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারে বেপরোয়া জেলেরা
সকাল সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর সংলগ্ন কালাবদর নদীর ইলিশ অভয়াশ্রমে বাঁধাজাল, মশারি জাল ও পাইজাল দিয়ে জাটকা নিধনের চেষ্টাকালে অভিযানিক দল তাতে বাধা দেয়। তবে সেই নিষেধ অমান্য করে অসাধু জেলেরা অভিযানিক দলের ওপর ইট-পাটকেল, লাঠি-সোটা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে মামলার আসামিরা হামলা চালায়।
হামলায় অভিযানিক দলের সাথে থাকা লেবার নবীন হাওলাদার ও মো, রুবেল সরদারসহ একাধিক ব্যক্তি আহত হয়। পরে অভিযানিক দলের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং আহত লেবার নবীন হাওলাদার ও মো. রুবেল সরদারকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সুজন হাওলাদারকে পরবর্তীতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।