শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
এসময় একজনের মরদেহ সড়কে, অপরজনের সড়কের ঢালে ও মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আরও পড়ুন: শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে আবারও বোমা নিক্ষেপ
পরে নিহত ২ জনের পরিচয় শনাক্ত করে পুলিশ। মোহাম্মদ আলী অন্তু সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপরজন মো. সুজন বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: জাজিরায় বিএনপির ব্যানার-ফেস্টুন টানিয়ে জমি দখলের অভিযোগ
হাইওয়ে শিবচর থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, ‘ধারণা করছি মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তারপরেও আমরা খতিয়ে দেখছি।’
]]>