শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। লিটন ব্যক্তিগত ১৪ রানে ফিরলেও ব্যাট হাতে দারুণ ছিলেন ইমন।
তবে ৬ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৩৯ রানে ইমন আউট হলে পাওয়ারপ্লে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। এরপর ৯ রানে ফেরেন তানজিদ হাসানও।
মাঝে মিরাজ ও জাকের আলী হাল ধরলেও ব্যক্তিগত ২৯ ও দলীয় ১০২ রানে বিদায় নেন মিরাজ। এরপর ব্যক্তিগত রানে রানআউট হন গত দুম্যাচে ব্যাট হাতে ছন্দে থাকা শামীম পাটোয়ারীও। আর শূন্য রানে রান আউট হয়ে ফেরেন মেহেদী হাসান।
আরও পড়ুন: আজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ
শেষদিকে জাকের আলীর ব্যাটিং নৈপুণ্যে ক্যারিবীয়দের ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। জাকের আলী করেন অপরাজিত ৭২ রান। এছাড়া, তানজিম হাসান সাকিব করেন ১২ বলে ১৭ রান। আর শূন্য রানে অপরাজিত ছিলেন রিশাদ হোসেন।
ক্যারিবীয়দের পক্ষে বল হাতে ৩০ রানে দুই উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। আর আলজারি জোসেফ, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে ৩-ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছিল টাইগাররা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং নৈপুণ্যে ২৭ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে উইন্ডিজের বিপক্ষে একবারই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে তাদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের এবার রয়েছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ।
]]>