বিসিবির কোচ হিসেবে হাই পারফরম্যান্স ইউনিট, বয়সভিত্তিক দলের সাথে কাজ করেছেন জাকি। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে যথারীতি দলের সাথে মাঠে আসেন তিনি। তবে ম্যাচের ঠিক আগে মাঠেই লুটিয়ে পড়েন জাকি, করেন হার্ট অ্যাটাক। সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, তবে শেষ রক্ষা আর হয়নি। সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।
আরও পড়ুন: মাঠ থেকেই জাকিকে বিদায় দিলো বিসিবি
মাহাবুব আলী জাকির বিদায়ে মন কাঁদছে সাকিব আল হাসানেরও। আইএল টি-টোয়েন্টি খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন সাকিব। সেখান থেকেই ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাকিব আল হাসান। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি গভীরভাবে ব্যথিত এবং আশ্চর্য হয়েছি কোচ মাহাবুব আলীর জাকির বিদায়ে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার যাত্রার শুরুর সময় থেকে আমি উনাকে চিনতাম। উনার সাথে কথাবার্তার অনেক ভালো স্মৃতি রয়েছে আমার। উনার শেষ কিছু মুহূর্ত কেটেছে ক্রিকেটের মাঠ নিজের সবচেয়ে পছন্দের কাজ করে। উনার প্রতি আমার হৃদয় থেকে সহমর্মিতা।’
জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়ো মেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।’
আরও পড়ুন: রাজশাহীকে মাটিতে নামালো ঢাকা
এর আগে ডিপিএলের ম্যাচ চলাকালীন সময়ে মাঠে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। সেই স্মৃতি টেনে ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকি ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকে স্তব্ধ হয়ে আছি। ক্রিকেট মাঠে আমি নিজেও একই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আজও সেই স্মৃতি বুক কাঁপিয়ে তোলে। আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে গিয়েছিলাম, কিন্তু জাকি ভাই আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলেন। আল্লাহ তা’আলা যেন জাকি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।’
দেশের মানুষের কাছে জাকির জন্য দোয়া চেয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। দেশের মানুষকে অনুরোধ করবো তার জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিলেন। অনেক লম্বা সময় উনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্লেয়ারদের অনেক সাপোর্ট করতেন। এতটুকু অনুরোধ করবো, সবাই উনার জন্য দোয়া করবেন। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে উনাকে ক্ষমা করে দেবেন।’
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·