মৎস্য বিভাগের আয়োজনে সোমবার (২৩ জুন) দুপুরে যশোরের একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদফতর খুলনা বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম। কর্মশালার প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল ইসলাম ও কর্মশালা পরিচালনা করেন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলাম।
আরও পড়ুন: যশোরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
খুলনা বিভাগের দশটি জেলার শতাধিক মৎস্যচাষী কর্মশালায় অংশ নেন।
অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আম যেমন এলাকা ভিত্তিক ব্র্যান্ডিং করা হয় তেমনি মাছকেও ব্র্যান্ডিং করা হলে বাণিজ্যিকভাবে প্রসার লাভ করবে। এছাড়া প্লাস্টিক বর্জ্য থেকে নদী, বাঁওড়সহ সকল জলাশয়কে মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: যশোরে ঘুষ নেয়ার অভিযোগে এসআই বরখাস্ত
পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রকল্পে নদী খননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।