বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় লুসাই স্টেডিয়ামে জর্ডানকে ৩-২ গোলে হারিয়েছে মরক্কো। মরক্কোর হয়ে হামদাল্লাহ পাশাপাশি একটি গোল করেন ওসমান তান্নানি। জর্ডানের হয়ে জোড়া গোল করেন আলি ওলান।
ম্যাচের চতুর্থ মিনিটে তান্নানির গোলে লিড পায় মরক্কো। প্রথমার্ধে আর কোনো দল জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় জর্ডান। ৪৮ মিনিটে আলির গোলে সমতায় ফিরে, ৬৪ মিনিটে ডি-বক্সে মরক্কো ফাউল করলে পেনাল্টি পায় দলটি, আবারও আলির গোলে এগিয়ে যায় জামাল সেলামীরের শিষ্যরা।
আরও পড়ুন: কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন
ম্যাচের ৮৭ মিনিটে হামদাল্লাহর গোলে সমতায় ফেরে মরক্কো। ২-২ গোলে সমাতায় থেকে ৯০ মিনিট শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০০তম মিনিটে হামদাল্লাহর দ্বিতীয় গোলে এগিয়ে যায় মরক্কো। অতিরিক্ত সময় আর কোন গোল না হলে ৩-২ ব্যবধানের জয়ে আরব কাপের শিরোপা জেতে ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।
মরক্কোর সামনে আরেক বড় লড়াই। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সের ম্যাচে নামতে হবে তাদের। আরব কাপে শিরোপা জিতে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতিকে একটা বার্তা দিয়ে রাখল মরক্কো।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·