জরুরি বৈঠকে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কামিটি

৪ দিন আগে
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ নয়টি স্থানে হামলার দাবি জানায় দেশটি। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। ভারতের হামলার পরই পাল্টা হামলা চালায় পাকিস্তানও।

 এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন তিনি। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

 

আরও পড়ুন: পাকিস্তানে হামলার পর যে বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

 

ভারত সরকার জানায়, ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ায় প্রতিশোধ হিসেবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে।


এদিকে এক সরকারি বিবৃতিতে শেহবাজ শরিফ ভারতীয় হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।


শেহবাজ বলেন, ‘ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর জবাব দেয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং প্রকৃতপক্ষে একটি কঠোর জবাব দেয়া হচ্ছে। পাকিস্তান জাতি এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী খুব ভালো করেই জানে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হয়। আমরা কখনই শত্রুকে তার ঘৃণ্য উদ্দেশ্য অর্জনে সফল হতে দেব না।

 

পাকিস্তানের কাশ্মীরসহ দেশটির নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছেন। 

 

আরও পড়ুন: সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো ভারতীয় সেনারা!

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন