সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
সামজিক মাধ্যমে প্রকাশিত ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে থানার ভবনটি কেঁপে ওঠে, চারদিকে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ক্যাচ মি ইফ ইউ ক্যান: পুলিশকে চ্যালেঞ্জ, যুবকের পরিণতি কী?
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভান্ডার থানার ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া গেছে।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·