জমিতে হঠাৎ ছিঁড়ে পড়ল বৈদ্যুতিক তার, স্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু

২ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাহাবুদ্দিন (৭০) উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি এলাকার ও মো. মজনু মিয়া (৬০) পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা।


আরও পড়ুন: রাস্তার পাশে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু


পুলিশ জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে বৈদ্যুতিক ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুই মারা যান।


কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন