সোমবার (৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, এক শিশুর অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে বড়দের মধ্যে এবং সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তারা চারটি বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং বাধা দিতে এলে কুপিয়ে গুরুতর জখম করে শিক্ষার্থী রাকিব (১৭) ও ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)-কে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: প্রস্রাব করার পর ঢিলা নিয়ে ৪০ কদম হাঁটা কি জরুরি?
ঘটনার পর ভুক্তভোগীরা হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
]]>