জমিতে পানি জমে নষ্ট হচ্ছে পাকা ধান, দিশেহারা মানিকগঞ্জের চাষিরা

২ সপ্তাহ আগে
বৃষ্টির কারণে মানিকগঞ্জে জমিতে পানি জমে যাওয়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক। হারভেস্টার দিয়েও ধান কাটতে পারছেন না তারা। এতে নষ্ট হচ্ছে ধান।

মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা ফসলি জমিতে পড়ে আছে পাকা ধান। তবে বৃষ্টিতে পানি জমায় কৃষক তুলতে পারছেন না ধান। এমনকি হারভেস্টার দিয়েও তোলা যাচ্ছে না ধান।

 

এতে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টার্জিত সোনালি ফসল। চাষিরা বলেন, ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েছি। তবে সেগুলো এখন বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে হবে।

 

আরও পড়ুন: ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা কেন?

 

জেলা কৃষি বিভাগ বলছেন, নীচু জমিকে তিন ফসলি জমি হিসেবে রূপান্তর করতে গিয়ে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। জমিগুলোতে প্রথমে সরিষার চাষ করা হয়েছিল। দেরিতে বোরো ধান আবাদ করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, কিছু কিছু জমি পানির নিচে চলে গেছে। যেসব জমি ১-২ দুইদিন পানির নিচে ছিল সেসব জমির ধান ভালোভাবে উঠাতে সক্ষম হলেও; এক সপ্তাহের বেশি সময় ধরে পানির নিচে থাকা জমির ধান ওঠানো সম্ভব হয়নি।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্যমতে, জেলায় ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন