জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

১ দিন আগে
চট্টগ্রামে রাউজানে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে।ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়ন এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম বকুল (৪১) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন বলে জানা গেছে।


রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রামের জায়গা নিয়ে নুরুল আলম বকুল ও তার ভাইদের মধ্যে বিরোধ ছিল। দুপুরে তারা জায়গা নিয়ে পারিবারিক বৈঠকে বসেছিলেন। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মিলে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। 

আরও পড়ুন: গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন