জমি দখলে বাধা দেয়ায় কলেজছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম

৩ সপ্তাহ আগে
বাগেরহাটের মোংলায় নিজেদের জমি দখলে বাধা দেয়ায় কলেজছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

ভুক্তভোগীরা জানায়, বেশ কিছু দিন যাবত সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড ৬ নং ওয়ার্ড এলাকার দুলাল রায় পরিবারের ৯ বিঘার একটি চিংড়ি ঘেরের জমি দখলে নেয়ার চেষ্টা করে আসছিল একই এলাকার কালাম সরদার, আছাদ শেখ, প্রকাশ মন্ডল ও সভাষ মন্ডলসহ তাদের লোকজন। বাড়িতে কেউ না থাকার সুবাধে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কালাম সরদার, আছাদ শেখ, সুব্রত, বিজয় বৈদ্য, শিমুল ও প্রকাশসহ প্রায় ১০/১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে ওই জমি দখল করতে যায়।

 

আরও পড়ুন: মোংলায় শ্রমিকদের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

 

এ সময় দুলাল রায় ও তার পরিবারের নারী সদস্যরা জমি দখলে বাধা দিলে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে দখলকারীরা। খবর পেয়ে অন্যান্য সদস্যরা দৌড়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এতে কলেজ ছাত্রী সমাপ্তি রায়, রিতা রায়, কার্তিক রায়, দুলাল রায়, ভুলু রায় সহ ৬ জন জখম হয়। তাদের  ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রক্তাক্ত জখম দুলাল রায়ের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

 

এ ব্যাপারে ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দাখিল করেছে ভুক্তভোগীরা।

 

আরও পড়ুন: চীনের সহায়তায় মোংলায় বড় প্রকল্প, খুলছে সম্ভাবনার দ্বার

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, দামেরখন্ড এলাকায় জমি দখলের ব্যাপারে একটি অভিযোগ হাতে পেয়েছি। দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আহতদের চিকিৎসার ব্যাপারে হাসপাতালে খোজঁ খবর নেয়া হচ্ছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন