জমি দখল নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

৫ দিন আগে
কু‌ড়িগ্রামের উলিপুরে চরের (খাস) জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. দরবেশ আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।


পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চরের (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের  বিরোধ চলে আসছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে  ৫ জানুয়ারি রোববার দুপুরে চর দখলের চেষ্টা করলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস‌্য দর‌বেশ আলী আহত হ‌য়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সবুর ও ইসমাইল গ্রুপের অন্তত দশ জন আহত হয়েছে।

আরও পড়ুন: স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮


স্থানীয় ইউপি সদস‌্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর জমিজুড়ে বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘটে। আজকেও চর দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নামে এক ব‌্যক্তি মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লাতো ভাই বলে জানান তিনি।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন‌্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন