এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান শুটিং ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সর্ববৃহৎ ওয়েডিং আয়োজনটির উদ্বোধন হয়। জমকালো এ অনুষ্ঠানে অংশ নেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এই আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষ ৫০টি ওয়েডিং ও ফুড ব্র্যান্ড। ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মাঞ্জার, গোজায়ান, মীনা সুইটস, শ্যারিজ সলিউশন বিডি, গুলশান শুটিং ক্লাব, প্যারাগন ক্যাটারিং, আজোয়া ইভেন্টস, ফরচুন স্কয়ার কনভেনশন, প্যারাগন কনভেনশন হল, কাজী অ্যান্ড কাজী টি, ইস্টার্ন ব্যাংক ইত্যাদি।
আরও পড়ুন: চলছে ওয়েডিং কার্নিভালের দ্বিতীয় দিন
ওয়েডিং কার্নিভালে বিয়ে আয়োজনের সব সেবা ছিল এক প্ল্যাটফর্মে। দর্শনার্থীরা প্রয়োজনীয় সার্ভিস বুক করতে পেরেছেন এই উৎসবে। আর সার্ভিস বুক ছিল এক্সক্লুসিভ স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের চমক ছিল আইফোন ১৭, স্যামস্যাং টিভি, পোর্সেলিনা ডিনার সেট, ক্যাশব্যাক অফারসহ অসংখ্য আকর্ষণীয় উপহার।
কার্নিভালে দর্শনার্থী আরও উপভোগ করেছেন মনোমুগ্ধকর কনসার্ট, র্যাম্প শো, ডান্স, ডিজে পার্টিসহ নানা বিনোদনমূলক আয়োজন। গত ৬ নভেম্বর পর্দা উঠেছে জমকালো এ বিয়ের আয়োজনের কার্নিভালের।
কার্নিভালে উপস্থিত ছিলেন মনিকা কবীর, বুশরা কবীর, বারিশা হক, দিশা, ফ্যাশন মডেল সৈয়দা রুমাসহ জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটাররা।
আরও পড়ুন: ওয়েডিং কার্নিভালের জমকালো আয়োজনে অংশ নিলেন তাহসান
আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল পোরসেলিনা ও সহস্পন্সর হিসেবে ছিল স্বপ্নধরা। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আজওয়া ইভেন্টসহ আয়োজক বি হ্যাপি ইন্টারটেনমেন্ট, কনসেপ্ট ও মার্কেটিং পার্টনার ক্লক ওয়ার্ক।
গ্র্যান্ড আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল প্যারাগন ক্যাটারিং। প্রতিষ্ঠানটি ৬ বছরেরও বেশি সময় ধরে সফলতার সাথে ৫০০০-এর বেশি ইভেন্ট ও ৫ লক্ষাধিক অতিথিদের সেবা দান করেছে।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·