জন্মের এক মাস পর মেয়েকে প্রকাশ্যে আনলেন আরবাজ খান

৬ দিন আগে
৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বলিউড অভিনেতা আরবাজ খান। গত ৪ অক্টোবর আরবাজ-সুরার ঘর আলো করে আসে তাদের কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা।

বাবা হওয়ার এক মাস পর মেয়ে সিপারার প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা-পরিচালক আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। মেয়ের হাতের ও পায়ের ছবি প্রকাশ করে আরবাজের মন্তব্য, নতুন এই সদস্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।


বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যদিও এখনো তারা মেয়ের পুরো মুখ দেখাননি।

 

আরও পড়ুন: ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি


ছবি দুটিতে দেখা যায়, ছোট্ট দুটি পা আরবাজ তার হাতের মাঝে নিয়ে রেখেছেন। অন্যটিতে দেখা যায়, মেয়ে সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে আছে। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে আরবাজ লেখেন, ছোট্ট দুটি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ।


এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।

 

আরও পড়ুন: ১৪-তে পা আরাধ্যর, জন্মদিনে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের


২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। 

 

সিপারা আরবাজ খান।
]]>
সম্পূর্ণ পড়ুন