জন্মদিনে ভিডিও বার্তায় বয়স বাড়া নিয়ে যা বললেন রণবীর কাপুর

৩ দিন আগে
রোববার (২৮ সেপ্টেম্বর) ৪৩ তম বসন্ত পূর্ণ হলো বলিউড অভিনেতা রণবীর কাপুরের। বিশেষ এ দিনটিতে তাই ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জন্মদিনের কেক কাটেন রণবীর। এসময় লাল টিশার্ট ও অ্যাশ রংয়ের জিন্স পরেছিলেন নায়ক।

 

এদিকে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন অভিনেতা। ভিডিওতে নেভি ব্লু টিশার্ট আর কালো ক্যাপ পরা রণবীর বলেন,

জন্মদিনে যে ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি তার জন্য প্রথমে আমি একটু সময় নিয়ে সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমার ৪৩ বছর পূর্ণ হলো।

 

বয়স বাড়া প্রসঙ্গ রণবীর বলেন,

দেখতেই পাচ্ছেন, দাড়িতে পাক ধরেছে, প্রতি বছরই তা আরও বাড়ছে। কিন্তু আমার মনে প্রচুর কৃতজ্ঞতা—আমার পরিবার, বন্ধু, কাজ আর সবচেয়ে বেশি আপনাদের প্রতি। এত সময় দেয়ার জন্য ধন্যবাদ। আপনারাই আমাকে এতটা বিশেষ অনুভব করান।

 

ভক্তদের উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় রণবীর যখন কথা বলছিলেন তখন পাশ থেকে একমাত্র মেয়ে রাহার শব্দ শোনা যাচ্ছিলো। নেটিজেনরা এমন পারিবারিক মুহূর্ত হৃদয় ছুঁয়েছে।

 

আরও পড়ুন: পূজার সাজে মণ্ডপে কাজল-রানি মুখার্জি

 

প্রসঙ্গত, বর্তমানে‘লাভ অ্যান্ড ওয়ার’এবং ‘রামায়ণ’-এ দুটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। আশা করা হচ্ছে আগামী বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। আর একই বছরের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’।

 

আরও পড়ুন: পূজার আনন্দ বাড়াবে ‘ফেলুদা’

]]>
সম্পূর্ণ পড়ুন