জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান!

১ সপ্তাহে আগে
৬০তম জন্মদিনে সন্ধ্যার মুহূর্তে হঠাৎই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। নিজের বাসভবন ‘মান্নত’র সামনে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় তাদের কাছে ক্ষমা চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় টুইটারে শাহরুখ খান জানান, গতবারের মতো এবারও বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। নিরাপত্তা ও কোলাহল ইস্যুতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট করে ভক্তদের ‘মান্নত’র সামনে ভিড় না জমাতে অনুরোধ করেন।

 

শাহরুখ বলেন,

প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারবো না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছাও জানাতে পারবো না। আপনাদের সকলের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেয়া হয়েছে।

 

ভক্তদের ভালোবাসায় বিশ্বাস রেখে শাহরুখ আরও লেখেন,

আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেবো আজ। আপনাদের সত্যিই খুব ভালোবাসি।

 

আরও পড়ুন: ৫০০ চিঠির ভিত্তিতে তৈরি হবে ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিক!

 

এদিকে অভিনেতার জন্মদিনেই প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমার টিজার ‘কিং’। এ সিনেমায় আবারও ৯০ দশকের শক্তি নিয়ে পর্দায় শক্তিমান হয়ে উঠেছেন শাহরুখ। আশা করা হচ্ছে, ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

 

আরও পড়ুন: শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে

]]>
সম্পূর্ণ পড়ুন