নিজের ১৮তম জন্মদিনের পার্টিতে বামন শিল্পীদের ভাড়া করে এনেছিলেন ইয়ামাল। যার কারণে তার কড়া সমালোচনা করেন স্পেনের শারীরিক প্রতিবন্ধীদের কনফেডারেশনের সদস্য সংগঠন অ্যাসোসিয়েশন অব পিপল উইথ আখনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াসের (এডিইই)-এর সভাপতি কারোলিনা পুয়েন্তে।
তিনি বলেন, ‘২১ শতকে এসেও বামনদের ব্যক্তিগত পার্টিতে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। যখন (ইয়ামালের মতো) পরিচিত কেউ এমন কাজ করেন। সমাজে তরুণদের মধ্যে এটি বৈষম্যের বার্তা ছড়ায়।'
আরও পড়ুন: বার্সেলোনায় বিখ্যাত ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল!
এদিকে ইয়ামালের এমন কাজের জন্য এডিইই আইনি পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন পুয়েন্তে। তিনি বলেন, 'আমরা চুপ করে থাকব না। আমরা সকল ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের মর্যাদা এবং অধিকার রক্ষা করব এবং আমরা জবাবদিহিতা দাবি করব যাতে এই ধরণের ঘটনা আর কখনও না ঘটে। আমাদের কমিউনিটির মর্যাদা ও অধিকার রক্ষায় আইনি এবং সামাজিক সব ধরনের ব্যবস্থা নেব।’
স্পেনের প্রতিবন্ধীদের অধিকার রক্ষা আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে তার প্রতিবন্ধিতাকে কেন্দ্র করে বিনোদনের বস্তুতে পরিণত করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এখন দেখার বিষয় এডিইই ইয়ামালের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেয়। এদিকে মাঠের বাইরের বিতর্কের মাঝেই বার্সেলোনার প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল।