জন্মদিনে নাহিদকে ‌‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে শুভেচ্ছা জানালেন হাসনাত

৩ সপ্তাহ আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আজ জন্মদিন। এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে ‌‘আগামীর প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হাসনাত। তার ক্যাপশনে লেখেন, ‘ শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’


পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নাহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

 

আরও পড়ুন: যে যেভাবে ইচ্ছা জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করছে: হাসনাত

 

জুলাই-আগস্ট অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদ। তবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেয়ার জন্য গত ২৫ ফেব্রুয়ারি তিনি উপদেষ্টার পদ ছাড়েন।

]]>
সম্পূর্ণ পড়ুন