প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালভিত্তিক ‘অফিসার-রুরাল ক্রেডিটের (ও-আরসি)’ ১১৪টি পদের বিপরীতে ৬ হাজার ৩৭৬ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। এরইমধ্যে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন
প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার কেন্দ্রের নাম, সময় এবং বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় যথাসময়ে অবহিত করা হবে।
এতে আরও বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষার সময় ১ ঘণ্টা। নম্বর ১০০। ব্যাংকের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস উল্লেখ রয়েছে। এর আগে, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।