মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৪টায় কক্সবাজারের পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই বা প্রতিষ্ঠান হোক না কেন জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতেই হবে। এটাই ছিল জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।’
তিনি আরও বলেন, ‘এতদিন যারা একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে এই চেতনা ( জুলাই গণ-অভ্যুত্থান) সেই চেতনা নয়। জনগণের কাছে জবাবদিহি করাই চব্বিশের চেতনা হওয়া উচিত। যেখানে জবাবদিহি না করে যেন কেউ পার না পায়।’
আরও পড়ুন: চাঁদা ও টেন্ডারবাজির রাজনীতি বিএনপিতে চলবে না: সাবেক এমপি মিল্লাত
পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষাবিদ আমিরুল মোস্তফার সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম।
এতে আরও বক্তব্য দেন- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও আইনজীবী কামাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, মুজিবুল হক চৌধুরী, বাবলা বিশ্বাস, বেলাল মাহমুদ বাবুল আরো অনেকে।