জকিগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

৩ সপ্তাহ আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু কে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার টিপু জকিগঞ্জের বারঠাকুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

 

রোববার (৮ডিসেম্বর) বিকেলে  তাকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আরও পড়ুন: পিটিয়ে হত্যা: সাবেক এমপি নিক্সনের ‘ঘনিষ্ঠ’ ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।


সোমবার (৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে আদালতে হাজির করা কথা রয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন