জকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়লো?

১ সপ্তাহে আগে
দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স আনা হয়েছে। মোট ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

নির্বাচন কমিশন সূত্র বলছে, এবারের নির্বাচনে হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনার ক্ষেত্রে ৬টি ওএমআর মেশিন ব্যবহারের তথ্য জানিয়েছে কমিশন।

 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।

 

এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১৬ হাজার ৬৪৫ জন। ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোট দেন। 

 

আরও পড়ুন: জকসু নির্বাচন: সময় শেষ হলেও ভোটারদের দীর্ঘ সারি

]]>
সম্পূর্ণ পড়ুন