বৃহস্পতিবার রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের( সওজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিংয়ের জন্য এই নৌরুট আগামী ১৩ মে ভোর ৬ টা থেকে ১৮ মে রোববার পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে এ রুটে চালাচল করা যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রামে-রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: আনোয়ারায় ৪০০ একর জুড়ে গড়ে উঠবে মুক্ত বাণিজ্য অঞ্চল
এ বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, নাব্য সংকটে চন্দ্রঘোনা ঘাটে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে ভাটার সময় ফেরি ঘাটে ভিড়তে পারে না। তখন জনভোগান্তির সৃষ্টি হয়। তাই নদীর তলদেশে সঞ্চিত পলি মাটি অপসারণের জন্য ফেরিঘাট ও আশপাশের কিছু এলাকায় ড্রেজিং করা হবে। এসময় কোনো যানবাহন যাতে এ সড়ক ব্যবহার না করে সে কারণেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ড্রেজিং শেষে যথা নিয়মে ফেরি চলাচল করবে। স্বাভাবিক সময়ে রাঙ্গামাটি থেকে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলার যানবাহন এ ফেরি ব্যবহার করে। এছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেশি কিছু এলাকার যানও এই সড়কে চলাচল করে।